المدة الزمنية 7:16

ব্যাংকার থেকে জনপ্রিয় গায়ক বেলাল খান | বেলাল খান এর জীবনী | Belal Khan Er Jiboni

بواسطة Wikipedia BD
3 761 مشاهدة
0
45
تم نشره في 2022/09/17

0:01 - প্রারম্ভিক তথ্যঃ বেলাল খান একজন বাংলাদেশী গায়ক, সুরকার এবং সঙ্গীত পরিচালক।যিনি ২০১১ সালের “প্রেমের জন্য পৃথিবী” চলচ্ছিত্রের “পাগল তোর জন্যরে" গানটির জন্য ব্যাপক পরিচিতি পান এবং পরবর্তিতে অসংখ্য জনপ্রিয় গান বাংলা ভাষা-ভাষি শ্রোতাদের উপহার দেন।প্রিয় বন্ধরা এ পর্বে আমরা এক সময়ের জনপ্রিয় গায়ক, সুরকার এবং সঙ্গীত পরিচালক বেলাল খান সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। 0:57 - জন্ম ও শিক্ষাজীবনঃ বেলাল খান টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামে জন্মগ্রহন করেন।তার পিতার নাম লুৎফর রহমান খান ও মাতার নাম বেদেনা রহমান। দুই ভাই এক বোনের মধ্যে বেলাল সবার বড়।বেলাল খান মাধ্যমিক সম্পর্ন করে ঢাকায় এসে ঢাকার মোহাম্মাদপুর সরকারি কলেজে ভর্তি হন এবং সেখান থেকে উচ্ছমাধ্যমিক শেষ করেন।এরপর ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ন করেন। এ ছাড়া ও বুলবুল ললিতকলা একাডেমী থেকে নজরুল সঙ্গীতের উপর চার বছর মেয়াদী কোর্স সম্পূর্ন করেন। 1:59 - কর্মজীবনঃ বেলাল খান ব্যাংকে চাকরির মাধ্যমে মূলতো তার কর্মজীবন শুরু করেন।পরবর্তীতে চাকরি ছেড়ে সঙ্গীত শুরু করেন।সঙ্গীত জীবনের শুরুতে ‘প্রাচীর” নামক একটি ব্যান্ড দল গঠন করেন এবং এ সময় স্টেজ পারফরমেন্স করতেন বেলাল খান। ২০০৯ সালে মনির খান ও বেবী নাজনীনের সঙ্গে একক অ্যালবামের দুটি করে গানের সুর করেন।২০১১ সালে শিল্পী কিরণের ”পাগল তোর জন্য রে” গানটি ন্যান্সির সঙ্গে দ্বৈত সঙ্গীতে ব্যাপক পরিচিতি পান বেলাল খান। ২০১২ সালে বেলাল খানের প্রথম একক অ্যালবাম আলাপন প্রকাশিত হয়। এরপর ২০১৫ সালে ”আর একটিবার” ও 2016 সালে ”অনুভব” এবং ”প্রেমানুভুতি” নামক দুটি অ্যালবাম প্রকাশ করেন। এ ছাড়া ও 2021 সালে “পাখি” ও ”বেচে থাকার জন্য” নামক দুটি অ্যালবাম প্রকাশ করেন।বেলাল খান চলচ্চিত্রের জন্য প্রায় ২৫টি গানে সুর করেছেন। তার সুরে কণ্ঠ দিয়েছেন বেবী নাজনীন, মমতাজ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, আলম আরা মিনু, মনির খান, কনা, ন্যান্সি, রূপরেখা ব্যানার্জি, ইমরান, লিজা, পড়শীসহ অনেকে। তার সুরে প্রকাশিত হয়েছে জাগো বাংলাদেশ শিরোনামের একটি গান। এছাড়া তিনি অনন্ত জলিলের সিনেমা দিন: দ্য ডে-তে মোহাম্মদ রেজা হেদায়েতির সাথে ফারসি ভাষায় ‘চে কোনাম’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। বেলাল খানের 4:35 - উল্লেখযোগ্য জনপ্রিয় গান হলোঃ একমুঠো স্বপ্ন উইথ মোহনা, সোনা পাখি উইথ শিল্পি বিস্বাস, মনের ঘরে প্রেম উইথ ন্যান্সি,বল কি দিবো উইথ সূচি,তোমার নামে দলিল উইথ ন্যান্সি,তুমি আছো বলে উইথ মোহনা ও বাজি। 5:38 - পুরস্কার ও সম্মাননাঃ নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে ‘নিশিপক্ষী’ গানের জন্য ২০১৪ সালে সুরকার হিসেবে ৩৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বেলাল খান।এ ছাড়া ও ২০২০ সালে "বিস্বাশ যদি যায়রে" চলচ্ছিত্রের জন্য তিনি সেরা সঙ্গীত পরিচালক হিসেবে ৪৫তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।এবং ২০১৪ ও ২০১৬ সালে বাচসাস পুরস্কার পান

الفئة

عرض المزيد

تعليقات - 10